এক বিশাল মন যার, তার নামই আকাশ
গ্রামের আকাশ দেখার সৌভাগ্য কয়জনেরই হয়।
আকাশ মানেই বিশ্বভরা প্রাণ ; সীমার মাঝে অসীম। শত কাজের মাঝে ও যখন আকাশের দিকে নজর পড়ে তখন মন আনমনা হয়ে যায় । আর সেই নীল আকাশে যখন সাদা মেঘের ভেলা ভেসে চলে তখন সেই দৃশ্য সত্যিই লাগে অনির্বচনীয়।উদারতা ,নিঃস্বার্থ ও সর্বত্যাগী হওয়ার শিক্ষা আকাশ তার বিশালতা ও গভীরতা দিয়েই বুঝি আমাদের পরোক্ষভাবে বুঝিয়ে দিয়েছে । আকাশের মনের উদারতা দেখে আমাদের শেখা উচিত মনের উদারতা টা কতটা হওয়া উচিত। গ্রামের মনমুগ্ধকর পরিবেশে বসে আকাশের দিকে তাকালে মনটা অনেক ভালো হয়ে যায়।
কখনো কখনো কবি হয়ে যেতে মন চায় বলতে ইচ্ছে করে --
"নীল আকাশে সোনার আলোয়
কচি পাতার নূপুর বাজে
মন যে আমার নেচে ওঠে হৃদয়বীণায় সেতার বাজে।
মেঘহীন সরল নীল আকাশ একটি ফুল বিহীন বাগানের মতো। এই আমাদের বাংলাদেশ।
2 Comments
Nice
ReplyDeleteNice....
ReplyDelete