Thanks for reading this article. Please share this and support my website to grow further
 মনরোম ভালোবাসায় ঘেরা গ্রামের মেঠোপথ 
আমি হাঁটছি মেঠোপথে
দু'ধারে ফসলের ৰেত সবুজে মোড়া।
সবুজ প্রাণের স্পন্দন দুলছে বাতাসে
যেন প্রাণোচ্ছল স্বপ্নরা।
সরম্ন এই পথটা এঁকেবেঁকে
বয়ে গেছে লোকালয় পানে।
দূরে দেখা যাচ্ছে ছোট ছোট ঘর
যেন ছোট ছিমছাম স্বপ্নের মানে।
পুকুরে শিশুদের অবাধ সাঁতার
আর দুরনত্দ ছোঁয়াছুয়ি খেলা।
শৈশবে মেতে থাকা দস্যিপনায়
যেন স্বপ্নের এক দুপুরবেলা।
এই মেঠোপথেই শিশুরা মেতেছে
চাকাদৌড়ের প্রতিযোগিতায়।
চাকার মতই দৌড়াচ্ছে জীবন ওদের
যেন ভর করে স্বপ্নের ডানায়।
বাগানে কিশোরীর দল দোলনাতে
দোল খাচ্ছে ছন্দে ছন্দে।
কেউ কেউ মেতেছে বউচি খেলায়
যেন শুভ স্বপ্ন দেখার আনন্দে।
এই মেঠোপথ ধরে হেঁটে আমি
খুঁজে পেয়েছি জীবনের স্পন্দন।
গ্রামের এমন নৈসর্গিকতায়ই পেয়েছি
বাসত্দব আর স্বপ্নের সেতুবন্ধন।

 
2 Comments
Nice ...........
ReplyDeletenc.............
ReplyDelete