Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

"মনপুরা পার্ক এন্ড রিসোর্ট"

Thanks for reading this article. Please share this and support my website to grow Further.

বিনোদনের আরেক নাম "মনপুরা পার্ক এন্ড রিসোর্ট"।
   লতিফপুর ২ নং ওয়ার্ডের কাশিমপুর গোবীন্দবাড়ী এলাকা পেরিয়ে এ মনপুরা পিকনিক ও শুটিং স্পট অবস্থিত । যান্ত্রিক নগরের সীমারেখা দিন কে দিন বেড়েই চলেছে । ঢাকার খুব কাছে লতিফপুর ২ নং ওয়ার্ড  কাশিমপুর  গাজিপুরে সম্পূর্ণ গ্রামীণ পরিবেশে গড়ে তোলা হয়েছে  মনপুরা পিকনিক ও শুটিং  স্পট । 
আছে গ্রামীণ জীবনের বৈচিত্র্যময় পরিবেশ । এরই মাঝে স্থানীয় বাসিন্দা ও শহুরে মানুষের কথা বিবেচনা করে সর্ব সধারনের  ভালোলাগা ও পরিপূর্ণ নিঃশ্বাস নেওয়ার এ যেন সবুজের স্বর্গ ভূমি ।শান্তশিষ্ট কোলাহল মুক্ত, নিরিবিলি মোহময় এক পরিবেশ  চারদিকে । 
 পাক- পাখালির কলকাকলিতে মুখরিত হয় মনপুরা পার্কটি । এ যেন একের ভিতর অনেক পাওয়ার মতো। আর  আগত ভ্রমণ পিপাসু মানুষেরাও আনন্দ ভাগাভাগি করে নিচ্ছে নিজেদের মধ্যে । ব্যস্ততা যাদের নিত্য সঙ্গী তাদের জন্য মনপুরা ভ্রমন হবে অবিস্মরণীয় । ব্যস্ত জীবনের  ফাঁকে পরিবার  পরিজন নিয়ে ঘুরে আসুন মনপুরা থেকে । ঢাকা থেকে মাত্র কয়েক কিলোমিটারের দুরত্বে  এর অবস্থান ।



এক দিনের ভ্রমনে  মনপুরা  হতে পারে আপনাদের প্রথম পছন্দের স্থান । এখানে বেড়াতে  এসে আপনার কোমলমতি শিশুটিও মেতে উঠবে দারুণ  আনন্দে । এখানে শিশুদের জন্য রয়েছে দারুণ সব আয়োজন গেট পেরিয়ে ভিতরে প্রবেশ করলেই সর্ব প্রথম চোখে পড়বে শাপলার ফোয়ারাটি । সাথে আছে বিশাল আকৃতির  শিকলে বাঁধা কুমির । শাপলা ফোয়ারার ডান পাশে ছোট পুকুরে সমুদ্র থেকে ভেসে আসা মৎস্য কন্যার সম্ভষণ  আপনাকে আনন্দিত করবে । মূল  ফটক  থেকে দুদিকে  পায়ে হাঁটার রাস্তা চলে গেছে । বামে একটু সামনে গেলেই পাবেন বিশাল পুকুর ।

পুকুরের পাড়ে  সারি সারি  গাছের নিচে বসে কাটাতে পারেন  চমৎকার  কিছু সময় । পুকুর থেকে একটু সামনে  বিশাল মাঠ । মাঠের এক কোনায়  স্থায়ীভাবে  স্টেজ নির্মাণ করা হয়েছে । যেখানে সব রকমের অনুষ্ঠান  আয়োজন করা যায় । মনপুরা পার্কে পিকনিক আয়োজনের জন্য  রয়েছে ছোট  বড় মিলিয়ে ৪ টি  পিকনিক স্পট ও ২ টি করে রেস্ট রুম ।  

 পার্কের প্রবেশ ফি বড়দের জন্য ৫০ টাকা ও ছোটদের জন্য ৩০ টাকা । আর প্রতিটি রাইডের মূল্য রাখা হয়েছে ৩০ টাকা করে । পিকনিক পার্টির জন্য রাখা হয়েছে রান্নাবান্নার ঘর , বিশুদ্ধ পানি , বিদ্যুৎ এর সুব্যবস্থা। আর পুরো পার্কে ১৮ টি টয়লেট রয়েছে , ছেলে মেয়েদের  পৃথক  ব্যবস্থা ।

এটি গাজীপুর মহানগরেই অবস্থিত। পরিবার সহ এই শহুরে জীবন ছেড়ে ঘুরে আসুন ভালো লাগবে।

Post a Comment

4 Comments

Ad Code

Responsive Advertisement